শীতকাল বিয়ের মৌসুম হওয়ায় চারিদিকে বিয়ের ধুম পড়ে গেছে। এসব বিয়ের অনুষ্ঠানে অনেক কিছুই ঘটছে যা শুনে থমকে যেতে হয়।
এসব ঘ’টনার কোন কোনটি ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। উত্তর প্রদেশের একটি বিয়ের ঘ’টনা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
বিয়ের মাত্র দুদিনের মাথায় ‘ভাই’ পরিচয়ে নতুন বউকে নিয়ে পা’লিয়েছে প্রে’মিক।
অবিশ্বাস্য হলেও এমন ঘ’টনাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশের ফিরোজাবাদে। ফিরোজাবাদের শিখোয়াবাদ শহরে এক কথিত ‘ভাই’ এর স’ঙ্গে বিয়ের গয়না নিয়ে পা’লিয়েছে সদ্য বিবা’হিতা।
স্থানীয় পত্রিকা ডেইলি অমর উজালার বরাতে জানা যায়, বিয়ের পরপরই স্বা’মীর ঘরে এসে হাজির হন কনের ‘ভাই’। কনের ভাইকে পেয়ে যথাযথ আপ্যায়ন করেন বর।
দুদিন না পেরোতেই কনে আর তার ‘ভাই’কে কোথাও খুঁজে পাওয়া যায় না। এতে চিন্তিত বর চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একসময় তিনি পু’লিশেও বি’ষয়টি জানান।
পরে বেরিয়ে আসে আসল ঘ’টনা। জানা গেছে ‘ভাই’টি আসল ‘ভাই’ নয়। ভাই বেশে কনের প্রে’মিকই এসে হাজির হয়েছিল।
কনের বাড়িতে বর ফোন করে জানতে পারেন কনের কোন ভাই-ই নেই। কিন্তু ফোন করতে অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে। প্রে’মিককে স’ঙ্গে দিয়ে পা’লিয়েছেন সেই না’রী। স’ঙ্গে নিয়েছেন বিয়ের গয়নাও।