নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীসহ নৌকা ডুবির ঘ’টনায় দুই শি’শু ও এক না’রীসহ আরো ৩ জনের ম’রদে’হ উ’দ্ধার করেছে স্থানীয় জে’লেরা। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে ও শনিবার (১৯ ডিসেম্বর) সকালে পৃথক স্থান থেকে ম’রদে’হগুলো উ’দ্ধার করা হয়।
হাতিয়া নৌ পু’লিশের নলচিরা ঘাটের ই’নচার্জ পু’লিশ পরিদর্শক মো. একরামুল্লা জানান,
এ পর্যন্ত মোট ১০ জনের ম’রদে’হ উ’দ্ধার করা হয়েছে। ঘ’টনার দিন টাংকির ঘাট এলাকা থেকে কনেসহ সাতজনের ম’রদে’হ উ’দ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার সকালে হাসান ও রাতে নিহার নামের দুই শি’শুর ম’রদে’হ গজারিয়া এলাকা থেকে উ’দ্ধার করা হয়।
শনিবার ভোরে জাকারিয়া বেগম এর ম’রদে’হ মনপুরা থেকে উ’দ্ধার করে স্থানীয় জে’লেরা। খবর পেয়ে পু’লিশ ও কোস্টগার্ড ম’রদে’হগুলো উ’দ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে বরযাত্রীবাহী একটি ট্রলার হাতিয়ার আয়েশা আলী ঘাট থেকে ঢালচর যাওয়ার পথে মেঘনা নদীতে স্রোতের তোড়ে ডুবে যায়।
ওইদিন বেশিরভাগ যাত্রী সাঁতরে কুলে উঠতে পারলেও নববধূ তাসলিমাসহ অন্তত ১৫ জন নিখোঁজ হয়।
পরে বিকালে ট্রলারটি টাংকির ঘাট এলাকায় মেঘনায় ভাসতে থাকলে স্থানীয়রা সেটিকে টেনে ঘাট এলাকা নিয়ে ট্রলার থেকে নববধূ ও তিন শি’শুসহ ৭ জনের ম’রদে’হ উ’দ্ধার করে।