Breaking News

মু’সলিম হওয়ায় আমার স্বা’মীকে পাকিস্তানি ও স’ন্ত্রাসবা’দী বলা হয়: ঊর্মিলা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর প্রায়ই অনলাইনে হে’নস্তার শি’কার হন। একজন ইসলাম ধর্মাবলম্বীকে বিয়ে প্রথমে সমালোচনায় পড়েন তিনি।

সম্প্রতি রাজনীতিতে এসে আবারও বি’তর্কি’ত হচ্ছেন ঊর্মিলা। সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আ’ক্রমণ করা হয় তাকে।

এক সাক্ষাৎকারে ঊর্মিলা মাতন্ডকর বলেন, “আমার স্বা’মীকে স’ন্ত্রাসবা’দী বলে দাগিয়ে দেয়া হয়। তাকে পাকিস্তানিও বলা হয়।

সব কিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে কেউ আমার উইকিপিডিয়া পেজে গিয়ে আমার মা-বাবার নাম বদলে রুকসানা আহমেদ এবং শিবিন্দ্র সিংহ করে দেয়। কিন্তু তাদের প্রকৃত নাম সুনীতা মাতন্ডকর এবং শ্রীকান্ত মাতন্ডকর।”

তবে এই অভিনেত্রীর ভাষ্য, একজন মু’সলিমকে বিয়ে করলেও নিজের ধর্ম ত্যাগ করেননি তিনি। তারা দু’জনেই নিজেদের ধর্মের সব নিয়ম পালন করেন।

২০১৬ সালে বলিউড অভিনেত্রী ঊর্মিলা কাশ্মীরি ব্যবসায়ী মোহসিন আখতার মীরের বিয়ে হয়।

তখন ধর্মাবলম্বীকে জীবনস’ঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য কটাক্ষের মুখে পড়তে হয় তাকে। এ জন্য ২০১৯ সালে অভিনেত্রীর উইকিপিডিয়া পেজে তার প্রকৃত নাম বদলে মারিয়া আখতার মীর লিখে দেওয়া হয়।

ঊর্মিলার আক্ষেপ যে একজন কাশ্মীরি মু’সলিমকে বিয়ে করেও তাকে পাকিস্তানিকে বিয়ে করেছেন এমন কথা শুনতে হয়।

About tanvir

Check Also

ট্রা’ম্প অনুষ্ঠানে আসবে না, ভালো হয়েছে : বাইডেন

যুক্তরাষ্ট্রের নতুন প্রে’সিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রে’সিডেন্ট ডোনাল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *