ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বাইরে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় উপজে’লা আওয়ামী লীগের সাবেক ভারপ্রা’প্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে আওয়ামী লীগের সব পদ থেকে শনিবার (১৯ ডিসেম্বর) অব্যাহতি দেয়া হয়েছে।
ঠাকুরগাঁও জে’লা আওয়ামী লীগের সভাপতি মু. সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়।
চিঠি সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র কশিরুল আলমের বি’রুদ্ধে
‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় অভিযোগ ইকরামুল হকের বি’রুদ্ধে।
এ কারণে ইকরামুল হককে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা মোতাবেক দলীয় সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ উপজে’লা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব এই বি’ষয়টি নিশ্চিত করেছেন।
প্রস’ঙ্গত, আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কায় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন ইকরামুল হক। আগামী ২৮ ডিসেম্বর পীরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।